ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মামলা করল বিআরটিসি
স্বাক্ষর জাল করে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (বিআরটিসি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যা ষড়যন্ত্রমূলত জানিয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (এস্টেট) মো. গোলাম ফারুকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী। গত ৬ ডিসেম্বর বুধবার অজ্ঞাত ব্যক্তিদের নামে এ মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর-১৩।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
CATEGORIES অপরাধ