রাজধানীতে আরও একটি বাসে আগুন
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার বিকেলে রাজধানীতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, বাসটি গুলিস্তান থেকে যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা বাসের আগুন নিভিয়ে ফেলে।
CATEGORIES অপরাধ