রাত ১:৪২ | মঙ্গলবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল
যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইতিহাসের হাতছানি দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের থেকে মাত্র এক ধাপ দূরে জুনিয়র টাইগাররা। প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক দেশ সংযুক্ত আবর আমিরাতের বিপক্ষে মাঠে নামছে যুবারা। এর আগে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে আরব আমিরাতের যুবারা।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে স্বাগতিক দেশের মুখোমুখি বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবার এশিয়া সেরার খেতাব পাবে জুনিয়র টাইগাররা। গ্রুপ পর্বে আরব আমিরাতকে ৬১ রানের বড় ব্যবধানে উড়িয়ে দেয় টাইগাররা। তাছাড়া সেমিতে ভারতকে হারানোয় ফাইনালে ফেভারিট বাংলাদেশ যুবারা।

আমিরাতেরকে সমীহ না করার কোনো কারণ নেই। প্রথমে শ্রীলঙ্কা এরপর শক্তিশালী পাকিস্তানকে টুর্নামেন্টে থেকে বিদায় করেছে তারা। যদিও এসব নিয়ে ভাবছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। সকলে নিজ শক্তির ওপরে আস্থা রেখে জয় ছিনিয়ে নিতে চান।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )