মহান বিজয় দিবসে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বাণীতে এই শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।
প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, অগণিত বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন ও শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল।
এসময় সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।