সকাল ১০:৪৮ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল
প্যানকেক খেতে বলায় স্ত্রীকে হত্যা

প্যানকেক খেতে বলায় স্ত্রীকে হত্যা

মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী (৮৫) কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। এরপর তার স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য তিনি খাবারের প্রতি যত্নশীল হওয়া শুরু করেন। স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর উদ্দেশেই স্বামীর জন্য প্যানকেক বানিয়েছিলেন তিনি। কিন্তু তার স্বামী প্যানকেক খেতে নারাজ। শেষ পর্যন্ত ছুরিকাঘাতে তাকে হত্যাই করে ফেলেন।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি অফিসের প্রকাশিত  বিবৃতি অনুসারে, স্টিভেন শোয়ার্টজ তার স্ত্রী শ্যারন শোয়ার্টজকে ১০ ডিসেম্বর রান্নাঘরের ছুরি দিয়ে হত্যা করেছেন।

৮১ বছর বয়সী বৃদ্ধাকে তার ওয়াশিংটন ডিসি বাড়ি থেকে ছুরিকাঘাত পাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। শোয়ার্টজকেও বাড়ির ভিতরে আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজেই নিজেকে আহত করেছেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )