সকাল ১০:৩৮ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল
পায়রা বন্দরে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের

পায়রা বন্দরে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের

পটুয়াখালীর পায়রা বন্দর ব্যবহারে দেশি ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। দেশের শীর্ষস্থানীয় দুইটি শিল্পগোষ্ঠী এই বন্দর দিয়ে পণ্য আমদানি শুরু করেছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন শাখা সূত্রে জানা গেছে, মেঘনা গ্রুপের আমদানি করা ৫৩ হাজার ৮০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল এমভি মেঘনা হারমনি গতকাল বৃহস্পতিবার এই বন্দরে ভিড়েছে। জাহাজটি ভিয়েতনাম থেকে ৯ ডিসেম্বর সকালে ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ও ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে পায়রা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে আসে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরীফুর রহমান বলেন, এমভি মেঘনা হারমনি থেকে ইতিমধ্যে ১৬ হাজার মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ও লাইমস্টোন কার্গো লাইটারে করে (খালাস) নেওয়া হয়েছে। বাকি ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ও লাইমস্টোন খালাস করতে জাহাজটিকে বন্দরের অভ্যন্তরীণ নোঙরে আনা হয়েছে। এসব পণ্য দ্রুত খালাস করে ঢাকায় নেওয়া হবে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )