জিম্মিদের স্বজনদের আহ্বানে সাড়া না দিয়ে হামাসের ওপর সামরিক চাপ অব্যাহত রাখবেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের ওপর সামরিক চাপ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
গত শুক্রবার হামাসের কাছে থাকা তিন জিম্মিকে ভুল করে হত্যার কথা স্বীকার করে ইসরায়েল। এরপর গাজায় জিম্মিদের স্বজনেরা তাঁদের মুক্তির জন্য ও সমঝোতায় আসার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। এর মধ্যেই এ ঘোষণা দিলেন নেতানিয়াহু।
ইসরায়েলি সেনারা গুলি চালানোর সময় তিন জিম্মি সাদা পতাকা বহন করছিলেন। তাঁরা সহায়তার জন্য হিব্রু ভাষায় আবেদন জানিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।
CATEGORIES আন্তর্জাতিক