রাত ১:০৭ | মঙ্গলবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল
এবছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কিয়ারাকে

এবছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কিয়ারাকে

মাত্র নয় বছরের ক্যারিয়ারেই বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন কিয়ারা আদভানি। ২০২৩ সালে গুগল সার্চে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে কিয়ারাকে। 

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গুগল সার্চে ২০২৩ সালে ভারতে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে কিয়ারা আদভানিকে। ভারতীয়রা কিয়ারার প্রতি এতোটাই আকৃষ্ট হয়ে পড়েন যে গুগলে কিয়ারাই উঠে আসেন সবার ওপরে। বিশেষ করে বিয়ের ঘটনার কারণে তাকে এতো খোঁজা। কিয়ারার আদভানির পরেই ভারতীয়রা খুঁজেছে ক্রিকেটার শুভমান গিলকে। এরপরে যথাক্রমে তিন নম্বরে রচিন রবীন্দ্র, চার নম্বরে মোহাম্মদ শামি, পাঁচ নম্বরে এলভিস যাদব খুঁজেছে।২০১৪ সালে কমেডি সিনেমা ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক কিয়ারা আদভানির। ছবিটি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি, ১২ কোটি ২৮ লাখ রুপি আয় করে ফ্লপ তকমা পায়। দুই বছর অবশ্য ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে সাফল্য পান তিনি।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )