সকাল ১০:৫৫ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল
আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন

আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন

চলতি মাসেই শেষ হচ্ছে নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের চুক্তি। ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল। আর তাই ঘুরেফিরে আসছে আশরাফুলের নাম। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে পাপন বলেন, ‘দেখেন আপনাকে একটা কথা বলি, আমাদের একটা কমিটি আছে ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।’নতুন নির্বাচকের নাম প্রকাশিত হবে কবে এমন প্রশ্নে বিসিবি প্রধান আরও বলেন, ‘আমাদের চিন্তা ভাবনা ৭ তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিব। যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিন দিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।’ 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )